‘মালয়েশিয়া রাবার উৎপাদন না করলে পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যেত না’
অবসর থেকে ফিরে আসা মালয়েশিয়ার জনপ্রিয় প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ রসিকতা করে বলেন তার দেশ রাবার উৎপাদন না করলে পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যেত না।
আজ (৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে নবম আন্তর্জাতিক রাবার গ্লোভ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
৯৩ বছর বয়সী এই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, তার দেশের রাবার উৎপাদন শিল্পের অনেক অবদান রয়েছে। সেই অবদান শুধু মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নেই নয়, মানব সভ্যতাতেও রয়েছে সেই অবদান।
রসিকতা করে মাহাথির বলেন, “পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণে আমাদের উৎপাদিত রাবার গ্লোভস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।”
তিনি বলেন, “ভেবে দেখুন, জন্মনিরোধক পণ্য কনডম না থাকলে পৃথিবীর জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াতো। এখন পৃথিবীর মোট জনসংখ্যা ৭০০ কোটির বেশি। এতোদিনে তা ১,০০০ কোটি হয়ে যেত। কেননা, জনসংখ্যা নিরোধে কনডম বেশ কার্যকর।”
“তাই বলি, মানবজাতির জন্যে আমাদের রাবার বেশ প্রশংসনীয় দায়িত্ব পালন করছে,” মালয় প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
আজ শুরু হওয়া তিনদিনের এই আয়োজনে ১৪টি দেশ অংশ নিচ্ছে প্রদর্শনীতে এবং ৮০০ জন অংশ নিচ্ছেন সম্মেলনে। প্রায় ১০ হাজার দর্শক এখানে আসবেন বলে আশা করছে আয়োজক মালয়েশীয় রাবার গ্লোভ উৎপাদক সংস্থা।
Comments