শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের জয়
নেপাল ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল সাফ সুজুকি কাপের। আর এ ম্যাচ দিয়েই শুরু হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দিয়ে প্রথম কোন ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার। ম্যাচটি ছিল পাকিস্তানের আন্তর্জাতিক ফুটবলে ফেরারও। তাতে দারুণ জয় পেয়েছে দলটি। শেষ মুহূর্তের গোলে অপেক্ষাকৃত শক্তিশালী নেপালকে ২-১ গোলের ব্যবধানে উদ্বোধনী ম্যাচটি জিতে নেয় তারা।
ফিফা র্যাংকিংয়ে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে নেপাল। র্যাংকিংয়ে পিছিয়ে ১৬১তম অবস্থানে রয়েছে তারা। গত তিন বছর আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকায় র্যাংকিংয়ে পিছিয়ে পড়ে বর্তমানে ২০১তম অবস্থানে পাকিস্তান। কিন্তু মাঠের খেলায় যে র্যাংকিং সবসময় কার্যকর হয়না তা ভালো ভাবেই বুঝিয়ে দিল পাকিস্তান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুতে সমান তালেই লড়াই করে পাকিস্তান। গোলও আদায় করে নেয় ৩৫ মিনিটে। ডি বক্সের মধ্যে মুহাম্মদ রিয়াজকে ফাউল করেন নেপালি ডিফেন্ডার। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকে দারুণ স্পট কিকে পাকিস্তানকে এগিয়ে দেন হাসান নাভিদ বশির।
তবে গোল খাওয়ার পর যেন জেগে ওঠে নেপাল। মুহুর্মুহু একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে পাকিস্তানী রক্ষণকে। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ৮১ মিনিট পর্যন্ত। কর্নার থেকে সতীর্থের হেড থেকে ফাঁকায় বল পেয়ে যান বিমল ঘারতি মাগার। তার বাঁ পায়ের প্লেসিং শট খুঁজে পায় জালের ঠিকানা।
সমতায় ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে নেপাল। দারুণ কিছু সুযোগও পায় তারা। শেষ দিকে দুর্দান্ত দুটি সেভ করেন পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। অনেকটা ধারার বিপরীতে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে নেপাল। বাঁ প্রান্ত থেকে মোহাম্মদ আদিলের পাস থেকে হেড করে মোহাম্মদ আলিকে বাড়ান সাদউল্লাহ। গোলমুখ থেকে হেডেই লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড।
Comments