সেই ভুটানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের
বছর দুই আগে এই ভুটানের কাছেই ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। যা ভুটান ট্র্যাজেডি নামে পরিচিত বাংলাদেশের ফুটবল অঙ্গনে। র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা। তবে সে ম্যাচটি যে দুর্ঘটনাই ছিল তা কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছে জামাল ভুঁইয়ার দল। সাফ সুজুকি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ২-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে জেমি ডের শিষ্যরা।
দারুণ এ জয়ে মধুর প্রতিশোধটাও নিল বাংলাদেশ। তাদের বিপক্ষে এ নিয়ে নয়বার জয় পেলেও ওই একটি হারেই ফুটবল থেকে এক প্রকার নির্বাসিত হয়েছিল লাল সবুজের দল। এদিন দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে জামাল-সুফিলরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম মিনিটেই পাওয়া কর্নার থেকে নেওয়া শটের সময় ওয়ালি ফয়সালকে ফাউল করেন ভুটানের ডিফেন্ডার। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকেই সহজেই লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন তপু বর্মণ। পাঁচ মিনিট পর গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিল মাহবুবুর রহমান সুফিল। তবে তার শট সহজেই ধরে ফেলেন ভুটানের গোলরক্ষক শেরিং দেনদুপ।
২৪ মিনিটে প্রায় বিপদ ডেকে এনেছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। তবে তাদের ভুলে পাওয়া বলে লক্ষ্যে রাখতে পারেননি ভুটানের রোনালদো খ্যাত চেনচো। ২৭ মিনিটে তিন জন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ সুযোগ তৈরি করেছিলেন বিপলু আহমেদ। তবে তার শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়। ৩৪ মিনিটে দারুণ একটি গোছানো আক্রমণ করে স্বাগতিকরা। সুফিলের কাছ থেকে বল পেয়ে দারুণ শট নিয়েছিলেন বিপলু। তবে ঝাঁপিয়ে পড়ে তা রুখে দেন ভুটান গোলরক্ষক।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরুতে গোল পায় বাংলাদেশ। সতীর্থের পাস থেকে দারুণভাবে বল নিয়ন্ত্রণ করে ভলি করে বল জালে জড়ান সুফিল। ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ পেয়েছিলেন সুফিল। তবে তার বাঁ পায়ের শট লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর গোল পেতে পারতো ভুটানও। তবে সে প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক সোহেল। ৭৫ মিনিটে চেনচোর দূর পাল্লার শট লক্ষ্যে থাকেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
Comments