‘এখানে কোনো ন্যায়বিচার নেই, যত ইচ্ছা শাস্তি দিন’

পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থপিত আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এখানে কোনো ন্যায়বিচার নেই।’ কারাগার থেকে হুইল চেয়ারে আদালত কক্ষে প্রবেশ করে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাকে যত ইচ্ছা শাস্তি দিন, যতদিন ইচ্ছা শাস্তি দিন।’
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত-৫ এ এসব কথা বলেন খালেদা জিয়া। আজ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন ছিল।
দুপুর ১২টা ২৪ মিনিটে গোলাপি রঙের পোশাক পরে হুইল চেয়ারে বসে আদালতে আসেন খালেদা জিয়া। তার পায়ের ওপরের অংশ থেকে নিচ পর্যন্ত সাদা চাদর দিয়ে ঢাকা ছিল। দেখে মনে হয়েছে তিনি বাম হাত নাড়াতে কষ্ট পাচ্ছেন।
কোর্ট থেকে যাওয়া সময় সাংবাদিকদের কেমন আছেন প্রশ্নে তিনি বলেন, ‘আমার বাম পা ও হাত প্রায় প্যারালাইজড হয়ে গেছে।’
৪ আগস্ট আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদার নিরাপত্তার কথা মাথায় রেখে কারাগারেই তার বিচার প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত এলাকাটি জনাকীর্ণ থাকে। সেজন্য নিরাপত্তাজনিত কারণে বিশেষ জজ আদালত-৫ নাজিমুদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করা হলো।
শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে কারাগারের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নাজিমুদ্দিন রোডের মাক্কুশাহ মাজারের কাছেও যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আদালত এলাকায় সাংবাদিকদের ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিচার প্রক্রিয়াকে সামনে রেখে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের আশেপাশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Comments