৪৭ বছর বয়সে সালমান শাহ

salman shah
অভিনেতা সালমান শাহ। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্টাইলিস্ট নায়ক ছিলেন সালমান শাহ। তার অভিনয় জীবনের চার বছরে ২৭টি ছবিতে অংশ নিয়েছিলেন তিনি। তার অভিনীত প্রায় সবগুলো সিনেমাই ছিল সুপারহিট।

সালমান শাহের মৃত্যুবার্ষিকী আগামীকাল ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য মানুষকে কাঁদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। বেঁচে থাকলে এই দিনে তার বয়স হতো ৪৭ বছর।

দিনটিতে তাকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামীকাল এফিডিসিতে কোরআন খতম করানো হবে সকালে। দুপুরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বিকালে আয়োজন করা হবে মিলাদ মাহফিলের।

এ মাসেই জন্মও হয়েছিল সালমান শাহ’র। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেছিলেন তিনি। তাই আগামী ১৯ সেপ্টেম্বরে তার ৪৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

সে উপলক্ষে বিএফডিসিতে অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব এবং তারকা মেলা ২০১৮’। তা আয়োজন করবে সালমান শাহ স্মৃতি পরিষদ।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

4h ago