ব্র্যাড পিটকে জীবন থেকে মুছে দিতে চান অ্যাঞ্জেলিনা জোলি
এক সময়ে বিশ্বের ‘সেরা দম্পতি’ ছিলেন তারা। তাদের প্রেম, অভিসার ও দাম্পত্য জীবনের বিভিন্ন খবর হামেশায় শিরোনাম হতো বিশ্ব বিনোদন জগতে। খ্যাতির মহাকাশে তারা ছিলেন উজ্জ্বল নক্ষত্র। সে সবই আজ যেন ইতিহাস।
বিখ্যাত বিনোদন ওয়েবসাইট হলিউডলাইফকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ‘সল্ট’-অভিনেত্রী অ্যাঞ্জলিনা জোলির ঘনিষ্ঠসূত্র বলেন, “ব্র্যাড পিটকে মনে রাখার দিন জোলির আর নেই। এখন তিনি চান ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-অভিনেতাকে তার জীবন থেকে মুছে দিতে।”
সূত্র মতে, অস্কারবিজয়ী জোলির জীবনে পিটের আর কোনো প্রয়োজন নেই। এমনকি, তিনি সেই অভিনেতার অস্তিত্বের কথাও মনে রাখতে চান না।
“কিন্তু, সন্তানদের জন্যেই পিটের সঙ্গে যতটুকু না হলেই নয় ততটুকু যোগাযোগ রাখতে হচ্ছে,” যোগ করে সেই সূত্র।
উল্লেখ্য, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর শুটিং সেটে পরিচয় হয় জোলি ও পিটের। এরপর, ২০১৪ সালে বিয়ের করে তারা বিনোদন জগতে তথা বিশ্বের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে সবার শ্রদ্ধা অর্জন করেন। তবে তাদের সেই বিয়ে টিকেছিল মাত্র দুই বছর।
Comments