শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সনাক্তকরণ প্রযুক্তি আবিষ্কার

ক্যান্সার সনাক্তকরণ প্রযুক্তি আবিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। তাদের এই আবিষ্কারের ফলে এখন রক্তের নমুনা বিশ্লেষণ করে মাত্র পাঁচ মিনিটেই ক্যান্সার সনাক্ত করা যাবে।
বিশ্বে এমন প্রযুক্তি এই প্রথম উল্লেখ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক জানান, এর মাধ্যমে ক্যান্সার সনাক্ত করতে খরচ হবে মাত্র ৫০০ টাকা।
তবে আগামী এক বছরের মধ্যে এই প্রযুক্তি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বলা হয়, ‘মেথড অ্যান্ড সিস্টেম বেজড ননলিনিয়ার অপটিক্যাল ক্যারেকটারিস্টিক অব বডি ফ্লুয়িড ফর ডায়াগনোসিস অন নিওপ্লাসিয়া’ শিরোনামের এই প্রযুক্তির পেটেন্টের জন্যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে আবেদন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “এই আবিষ্কারের জন্য আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হবে।”
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানসহ আরও অনেককেই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
Comments