বিয়ের প্রস্তুতি নিচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও!
এতোদিন শুধু তার প্রেমের খবরই জেনেছেন ভক্তরা। আর তিনিও যেন প্রেমে হাবুডুবু খেতেই বেশি আগ্রহী। তাই তার বিয়ের প্রসঙ্গটি সবসময়ই ছিলো অপ্রাসঙ্গিক। তিনি বিশ্বখ্যাত ‘চিরকুমার’ লিওনার্দো ডিক্যাপ্রিও।
লিওনার্দোর প্রেমিকাদের তালিকায় কে নেই বলুন। বিশ্বের নামকরা অভিনেত্রী-মডেলরা তো তার হাত ধরছেন হর-হামেশাই। তার প্রথম সারির প্রেমিকাদের তালিকায় রয়েছেন অভিনেত্রী ভিক্টোরিয়া সিক্রেট, মডেল বার রাফায়েল প্রমুখ।
৪৩ বছর বয়সী ‘টাইটানিক’-অভিনেতার বর্তমান প্রেমিকা ২১ বছর বয়সী আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনে। ঐতিহ্য মেনে চলা এই মেয়েটি চান বিয়ের পিঁড়িতে বসতে। তার ইচ্ছা- স্বামী-সন্তান নিয়ে সুখের জীবন। তাই যেন লিওনার্দোকে ভাবতে হচ্ছে বিয়ের কথা।
শুধু ভাবনাই নয়, প্রভাবশালী ইউএস উইকলি জানায়, লিও এবং ক্যামিলার প্রেম বেশ জমে উঠেছে। ঘনিষ্ঠসূত্রের বরাত দিয়ে সাময়িকীটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, “তারা তাদের প্রেমকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এমনকি, তাদের বাগদানের কথাবার্তাও সেরে নিয়েছেন।”
সূত্র মতে, “এর আগে লিও কখনো এমন গভীরভাবে কারো প্রেমে পড়েননি। তিনি এখন বাবা হতে প্রস্তুত।… কিন্তু, ক্যামিলা চান আগে বিয়ে।”
প্রতিবেদনটিতে মন্তব্য করা হয়, ‘চিরকুমার’ লিওয়ের বিয়ে!- তা আসলে সময়ই বলে দিবে।
Comments