সাবেকদের সমালোচনায় বেকায়দায় রবি শাস্ত্রী

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হার কোনভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটাররা। আর এই জন্য তাদের কাঠগড়ায় দলের কোচ রবি শাস্ত্রী। কথার সঙ্গে কাজের মিল না হওয়ায় শাস্ত্রীকে জবাবদিহি করতে বলেছেন সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগরা।
ravi shastri
রবি শাস্ত্রী। ফাইল ছবি

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হার কোনভাবেই মেনে নিতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটাররা। আর এই জন্য তাদের কাঠগড়ায় দলের কোচ রবি শাস্ত্রী। কথার সঙ্গে কাজের মিল না হওয়ায় শাস্ত্রীকে জবাবদিহি করতে বলেছেন সৌরভ গাঙ্গুলী, বীরেন্দর শেবাগরা।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ এক টেস্ট আগেই খুইয়ে বসেছে ভারত। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও কোন লাভ নেই। অথচ সিরিজ শুরুর আগে শাস্ত্রী দেখিয়েছিলেন ইতিহাস গড়ার স্বপ্ন। দিয়েছিলেন সফরকারী দলগুলোর মধ্যে সেরা হওয়ার আশ্বাস।

ভারতের কোচ হওয়ার ইচ্ছা ছিল শেবাগেরও। তবে বিরাট কোহলির পছন্দে বেছে নেওয়া হয় শাস্ত্রীকেই। এবার দলের ব্যর্থতায় মুক্ষোম সুযোগ পেয়ে তেতে উঠেছেন সাবেক এই আগ্রাসী ব্যাটসম্যান। কথার বানে তীরবদ্ধ করেছেন শাস্ত্রীকে, ইন্ডিয়া টিভির এক অনুষ্ঠানে শেবাগ বলেন,  ‘সেরা সফরকারি দল ঠিক  হয় মাঠের নৈপুণ্যে। ড্রেসিংরুমে বসে বুলি আওড়ে নয়। আপনি যত খুশি কথা বলতে পারেন কিন্তু ব্যাট আর বল কথা বলে না উঠলে সেরা সফরকারী দল হতে পারবেন না।’

ভারতের কোচ নির্বাচনের কমিটির উপদেষ্টা ছিলেন সৌরভ গাঙ্গুলি। সাবেক সফল অধিনায়ক সরাসরি দায়ি করেছেন শাস্ত্রীদের, পুরো সিরিজে ধারাবাহিক ছিলেন কেবল বিরাট কোহলি। বাকি প্রায় সব ব্যাটসম্যানই ধুঁকেছেন, এক ইনিংসে রান পেলে হতাশ করেছেন বাকি সময়ে। এই অবস্থায় কোচ রবি শাস্ত্রী ও ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে এক হাত নিয়েছেন সৌরভ, ‘এই ফলের দায় নিতে হবে শাস্ত্রী ও বাঙ্গারকে (সঞ্জয় বাঙ্গার) । কেন শুধু একজন ব্যাটসম্যান পারফর্ম করছে? বাকিরা কেন পিছিয়ে যাচ্ছে? এই প্রশ্নের জবাব দিতে না পারলে তিনটি দেশের (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা) মাটিতে সিরিজ জেতা হবে না।’

সাউথাম্পটন টেস্টে জেতার জন্য ২৪৫ রান দরকার ছিল ভারতের। বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে ছাড়া আর কেউই রাখতে পারেননি অবদান।

 

 

Comments

The Daily Star  | English

$8b climate fund rolled out for Bangladesh

In a first in Asia, development partners have come together to announce an $8 billion fund to help Bangladesh mitigate and adapt to the effects of climate change.

10h ago