উল্টো তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে
ফাউল তো করেনইনি, হলেন ফাউলের শিকার। কিন্তু ভুলটা করলেন মেজাজ হারিয়ে। প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লিগের ডিসিপ্লিনারি কমিটির রায়ে বুধবার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় বিশ্বকাপ জয়ী এ তরুণকে।
ঘটনাটি ঘটে গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে নিমসের মাঠে। দারুণ খেলছিলেন এমবাপে। দলও ৪-২ গোলে এগিয়ে। এ সময়ে আরেকটি আক্রমণ করতে গেলে তাকে ফাউল করেন নিমসের স্যাভানিয়ের। আর ভয়ংকর সে ট্যাকলে বড় ইনজুরিতে পড়ার সম্ভাবনা ছিল এমবাপের। তাই মেজাজটা ধরে রাখতে পারেননি এ তরুণ। স্যাভানিয়েরকে ধাক্কা মারলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। যদিও এর আগে হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
সরাসরি লাল কার্ড দেখায় শাস্তি সাধারণত এক ম্যাচে সীমাবদ্ধ থাকে না। অধিকাংশ ক্ষেত্রে তিন ম্যাচই হয়ে থাকে। তাই পেয়েছেন এমবাপে। তাই সেন্ট এতিয়েন, রেনে ও রেইমসের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না এমবাপে। ১৮ সেপ্টেম্বর লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পারবেন তিনি। সে ঘটনায় অবশ্য এমবাপের সঙ্গে লাল কার্ড দেখেন স্যাভানিয়েরও। তাকে নিষিদ্ধ করা হয়েছে পাঁচ ম্যাচের জন্য।
এ ঘটনায় পরে অবশ্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপে। তবে ক্ষমা চাইলেও এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আবারো একই কাজ করবেন বলে জানান এ ফরাসী। বোঝাই যাচ্ছে এমন ফাউলে কতটা খেপেছেন ১৯ বছর বয়সী এ তরুণ।
Comments