আবারো হাসপাতালে দিলীপ কুমার

Dilip Kumar
বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। ছবি: সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ বুকে সংক্রামণের কারণে ‘অস্বস্তিকর’ অবস্থা তৈরি হলে ৯৫ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়।

গতকাল (৫ সেপ্টেম্বর) দীলিপের পক্ষে এক টুইটার বার্তায় তাদের পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী অভিনেতার হাসপাতালে ভর্তির খবর জানান এবং সবার দোয়া- প্রার্থনা কামনা করেন।

এই খবর প্রকাশিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় দীলিপের আশু রোগ মুক্তি কামনা করেন।

উল্লেখ্য, ‘ট্রাজেডি কিং’ হিসেবে পরিচিত দীলিপ কুমার প্রায় ৬০ বছর ধরে বলিউডে রাজত্ব করেছিলেন। তিনি বেশ কয়েক বছর থেকে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন।

তার অভিনীত ‘দেবদাস’ (১৯৫৫), ‘মোঘল-এ-আজম’ (১৯৬০), ‘গঙ্গা যমুনা’ (১৯৬১), ‘ক্রান্তি’ (১৯৮১), ‘কর্ম’ (১৯৮৬) ইত্যাদি বলিউডের ইতিহাসে ক্লাসিক হিসেবে সমাদৃত। বড় পর্দায় দীলিপকে সর্বশেষ দেখা গিয়েছিলো ১৯৯৮ সালে ‘কিলা’ চলচ্চিত্রে।


Comments