পূজায় আসছে ‘নোলক’
আসছে পূজায় মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে ববি অভিনীত ‘নোলক’ ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন শাকিব খান।
প্রযোজক সাকিব ইরতেজা সনেটের পরিচালনাতেই শেষে হয়েছে ‘নোলক’-এর বাকি দৃশ্যের শুটিং। এখন শুধু গানের শুটিং বাকি রয়েছে, যা অচিরেই দেশের বাইরে করা হবে।
শুরুতে ছবিটির পরিচালনায় ছিলেন রাশেদ রাহা। তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ থাকায় তাকে বাদ দিয়ে ছবিটি পরিচালনা করছেন প্রযোজক সনেটে নিজেই। ছবিটির কাহিনি লিখেছেন ফেরারী ফরহাদ।
‘নোলক’ প্রসঙ্গে ছবির নায়িকা ববি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একেবারে অন্য ধরনের গল্প রয়েছে এখানে। আশা করি, দর্শকরা মুগ্ধ হবেন ‘নোলক’ ছবির গল্পে। এখানে ‘নবান্ন’ নামে একটি গান রয়েছে যা সবার ভালো লাগবে। এমন গান বাংলা চলচ্চিত্রে আগে হয়নি। আমার বিশ্বাস, সব মিলিয়ে সব ধরনের দর্শকদের মন ছুঁয়ে যাবে আমাদের ছবিটি।”
Comments