সাকিব ‘আনফিট’, মানতে নারাজ কোচ
আঙুলের চোটে থাকা সাকিব আল হাসান দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাতকারে বলেছিলেন তিনি ২০ থেকে ৩০ শতাংশ ফিট। এশিয়া কাপে কীভাবে ব্যাট বা বল করবেন তা নিয়েও দ্বিধার কথা জানিয়েছিলেন তিনি। তবে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস এই খবরে একমত হতে পারলেন না। তার বিশ্বাস দলের সেরা অস্ত্র খেলার মত অবস্থাতেই আছেন।
এশিয়া কাপে যাওয়ার আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে হাজির হন কোচ স্টিভ রোডস ও অধিনায়ক মাশরাফি মর্তুজা।
সাকিবের ফিটনেস নিয়ে দোলাচল তৈরি হওয়া নিয়ে কোচের মন্তব্য, ‘আমার মনে হয় না সে ২০-৩০ শতাংশ ফিট। আমার মনে হয় সে এরচেয়ে অনেক ভালো অবস্থায় আছে। তার মন্তব্য একটা হিট শিরোনাম তৈরি করেছে। আমি নিশ্চিত সাকিব এরচেয়ে ভাল আছে। ওয়েস্ট ইন্ডিজে সে যেভাবে ব্যাট বা বল করেছে তা ছিল দারুণ। ’
আরও পড়ুন- জানি না কীভাবে ব্যাট কিংবা বল করব: সাকিব
বা হাতের কনিষ্ঠা আঙুলে চোট থাকায় কয়েক সিরিজ থেকেই ইনজেকশন নিয়ে খেলছেন সাকিব। চোট সারাতে দরকার অস্ত্রোপচার। তবে সুবিধাজনক সময়ে সেটা করালেই চলবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। রোডসের বিশ্বাস ৬০ থেকে ৭০ শতাংশ ফিট সাকিবও বাংলাদেশের জন্য সম্পদ, ‘সবাই জানে তার অস্ত্রোপচার করতে হবে। বোর্ড সভাপতির সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নিয়েছে সে। এশিয়া কাপ বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সে পুরো ফিট নয় কিন্তু ক্যারিবিয়ানে যেভাবে খেলেছে সেভাবে যদি খেলতে পারে তাহলে দুর্দান্ত ব্যাপার হবে। সে অসাধারণ একজন ক্রিকেটার। এমনকি সাকিব যদি ৬০ থেকে ৭০ শতাংশ ফিটও থাকে তাও অনেক দারুণ কিছু মিলবে তার কাছ থেকে।’
সাকিব যে অবস্থায় আছে সেই অবস্থাতে খেললেও সেটা দলের জন্য যথেষ্ট মনে করছেন অধিনায়ক মাশরাফি, তবে চূড়ান্ত সিদ্ধান্তের ভার দিয়েছেন সাকিবকেই, ‘শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব যেভাবে খেলেছে, সেই হিসেবে সাকিবই সবচেয়ে ভালো বলতে পারবে সে কেমন আছে। সবমিলিয়ে যদি আপনি সাকিবের পারফর্মেন্স দেখেন, তাহলে বলতে হবে আমাদের জয়ের জন্য তাঁর পারফর্মেন্স অনেক বড় ভূমিকা পালন করেছে। আমার কাছে মনে হয় ও অতটুকু সুস্থ থাকলে সেটা দলের জন্য যথেষ্ট। তবে সিদ্ধান্তটা সাকিবের। এখানে কারো কোন হাত নেই। ’
Comments