শ্রীলঙ্কাকে হারালে দুর্বোধ্য রশিদও ‘সহজ হবেন’

Mashrafee Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

কদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নাজেহাল হয়েছে বাংলাদেশ। ওদের দুই স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান যেন ছিলেন রীতিমতো দুর্বোধ্য। রশিদ ওয়ানডে র‍্যাকিংয়েও দ্বিতীয় সেরা বোলার। তবে অধিনায়ক মাশরাফি মর্তুজা জানিয়েছেন বাংলাদেশের ভাবনায় এখন শ্রীলঙ্কা ম্যাচ। প্রথম ম্যাচে ওদেরকে হারালে পরের ম্যাচে রশিদ, মুজিব ভেলকিতেও টলবেন না তারা।

২৭ আগস্ট থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ দিনের অনুশীলন শেষে দলের ভাবনা চিন্তা নিয়ে সংবাদ মাধ্যমে হাজির হয়েছিলেন কোচ ও অধিনায়ক। 

এশিয়া কাপে আফগানিস্তান যখন বাংলাদেশের গ্রুপে,  রশিদ নিয়ে প্রশ্নটা তাই ছিল অবধারিত। টি-টোয়েন্টিতে এই লেগ স্পিনারের বিপক্ষে ভুগলেও ৫০ ওভারের ম্যাচে চিত্রটা একই রকম হবে না বলে বিশ্বাস মাশরাফির, ‘রশিদ খান অবশ্যই বিশ্বমানের লেগ স্পিনার, বিশেষ করে এই দুই ফরম্যাটে। একটা ইতিবাচক দিক হচ্ছে, টি-টিয়েন্টিতে শর্টস খেলার চাপ থাকে, ওয়ানডেতে সেটা থাকে না। ব্যাটসম্যানরা ওয়ানডেতে দুই-তিন ওভার সময় পাবে তাকে দেখে খেলার।’

ব্যাটসম্যানদের কাছে মাশরাফির চাওয়া তারা যেন ঠিকমতো পড়তে পারেন এই লেগ স্পিনারকে,  ‘তবে তাকে বুঝে উঠতে পারা খুব জরুরী। গুগলি বা লেগ স্পিন যেটা আছে সেটা বুঝতে পারতে হবে। যারা বুঝতে পারে তাদের সমস্যা হবে না। আর রশিদ খানকে খেলতে সারা বিশ্বের সব ব্যাটসম্যানদেরই সমস্যা হচ্ছে। এখানে মানসিকভাবে কিছুটা শক্ত হলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।’

রশিদদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের হারাতে পারলে ভরপুর আত্মবিশ্বাসে আফগান স্পিন সামলাতে পারবে বাংলাদেশ। আর প্রথম ম্যাচে পা হড়কালে বিপুল চাপ হয়ে আসবে রশিদ-মুজিবের ঘূর্ণি,  ‘রশিদ খানের আগে আমাদের শ্রীলঙ্কার স্পিন, পেস বোলিং সামলানো বেশি জরুরী। আমরা যদি প্রথম ম্যাচ জিততে পারি তাহলে যে আত্মবিশ্বাসটা পাব সেটা দিয়ে রশিদ, মজিব, নবিদের সামলানো অনেকটাই সহজ হয়ে যাবে। আর শ্রীলঙ্কার সঙ্গে যদি খারাপ হয় তাহলে সেটা দুইগুণ বেশি কষ্ট হবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক কিছুই সেট করে দিবে। ’

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

6h ago