‘দিন শেষে নতুন শাকিব’

‘শুক্রবার জুমার নামাজ পড়ার পর থেকেই এক নতুন শাকিবের পথের সূচনা হবে’- শামিম আহমেদ রনি পরিচালিত ‘শাহেন শাহ’ ছবির মহরতে এমন ঘোষণা দেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা।
গত ৫ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত মহরত অনুষ্ঠানে তার বক্তব্যে শাকিব খান বলেন, “আজ একটি শুভ দিন। এই ক্ষণে আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটি ঘোষণা দিতে চাই। সেটা কিন্তু আবার আমার বিয়ের ঘোষণা নয়। বহুদিন ধরে একটি বিষয় আমিও চাইছিলাম। আপনারা ‘শিকারি’, ‘নবাব’, ‘ভাইজান এলো রে’ ছবিগুলোতে আমার পরিবর্তন দেখেছেন। আমার ভক্তরাও উদগ্রীব হয়ে থাকেন আমাকে নতুন নতুন রূপে দেখার জন্যে। তারা ইন্টারন্যাশনাল সুপারস্টারদের লুকের মতো আমাকেও দেখতে চান তারা। তারা চান শাকিব খান সেই লেবেলের লুক নিয়ে তাদের মাঝে হাজির হোক।”
“ভক্তদের আমি কথা দিচ্ছি, তারা যেমনটি দেখতে চান আগামীতে ঠিক তেমনভাবেই নতুন এক শাকিব খান হয়ে তাদের সামনে উপস্থিত হবো, ইনশাল্লাহ। শিগগিরই আমি নতুন এক শাকিবকে হাজির করবো। যাকে দেখে আমার ভক্তরা সত্যিই গর্বিত হবেন,” যোগ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।
তিনি আরও বলেন, “শুধু বডি ফিটনেসের দিক থেকে নয়, আমার অতীতের সকল প্রকার মন্দ বিষয়গুলোকে কাটিয়ে এক আইকনিক শাকিব খানকে উপস্থাপন করতে চাই।”
উল্লেখ্য, শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেন শাহ’ ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা জান্নাত। আগামী ১১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে ছবিটির শুটিং শুরু হবে।
Comments