খালেদা জিয়াকে সরকার হত্যা করতে চায়: বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়াকে অবৈধভাবে কারাগারে আটকে রেখে হত্যা করতে চায়।
আজ (৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “সরকার জানে যে খালেদা জিয়াকে মুক্তি দিলে তাদের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই বিভিন্ন মামলায় জামিন পাওয়া সত্ত্বেও বিএনপি চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে।”
তিনি বলেন, পরিবারের সদস্যরা গতকাল ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তারা জানিয়েছেন যে দল প্রধানের বাম হাত ও পা অবশ হয়ে গেছে।
দল প্রধানের আশু মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, “সরকারকে খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তার কিছু হলে সেই দায় সরকারকেই নিতে হবে। তখন সরকারকে সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের জন্যে জবাবদিহি করতে হবে।”
খালেদার সুচিকিৎসার আবেদন জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আজ চিঠি দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল।
সংবিধানে রয়েছে কোন নাগরিক অসুস্থ হলে তার বিচার করা অমানবিক, যোগ করেন বিএনপি মহাসচিব।
খালেদা জিয়াকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রেখে ক্ষমতাসীন দল আগামী নির্বাচনে জেতার নীলনকশা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
Comments