মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাবের কোচ ম্যারাডোনা
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যরাডোনা মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়ারের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
১৯৮৬ সালে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই তারকা ২০১০ বিশ্বকাপে লিওনেল মেসিদের কোচ ছিলেন। কিন্তু ঐ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় আর্জেন্টিনা। নিজ দেশের হয়ে ম্যারাডোনার কোচিং ক্যারিয়ারও আর আগায়নি।
তবে এই সময়ে টুকটাক কোচিং চালিয়ে গেছেন ‘ফুটবল ঈশ্বর’। সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবকে কোচিং করিয়েছিলেন। সবশেষ ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফুজাইরাহর কোচ। চলতি বছর দায়িত্ব ছেড়ে দেন তিনি।
২০০৩ সালে মেক্সিকোর ক্লাব দোরাদোস যাত্রা শুরু করে। এই ক্লাবের আঙিনায় আরেকজন বিখ্যাত ফুটবল ব্যক্তিত্বের পা পড়েছিল। ২০০৬ সালে ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা খেলোয়াড় হিসেবে ছয় মাস খেলে গেছেন এখানে।
Comments