নেইমার, ফিরমিনোর গোলে জিতল ব্রাজিল
বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নেমে ঝলমলে জয় পেয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে অনায়াসে হারিয়েছে পাঁচবারর বিশ্ব চ্যাম্পিয়নরা।
শনিবার নিউজার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল জেতে ২-০ গোলে। গোল করেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো ও অধিনায়ক নেইমার।
নামে ভারে যুক্তরাষ্ট্র থেকে অনেকখানি এগিয়ে থাকা ব্রাজিল শুরুটাও পায় মনোমতো। প্রতিপক্ষের সীমানায় চলে একের পর এক আক্রমণ। হাই প্রেসিং ফুটবলের ফলও আসে চটজলদি।
১১ মিনিটে ফ্রেডের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে এগিয়ে যান ফিরমিনো। বল পেয়ে ডগলাস কস্তা ঠান্ডা মাথায় পাস বাড়ান ফিরমিনোর দিকে। লিভারপুল তারকা নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন।
গোল খেয়ে খেলায় ফেরার চেষ্টায় ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তৎপর অ্যালিসনের কারণে সম্ভব হয়নি তা।
৪২ মিনিটে গিয়ে ভুল করে বসেন স্বাগতিক ডিফেন্ডার ম্যাট মিয়াজগা। বক্সের মধ্যে ফ্যবিনহোকে ফেলে দিল পেনাল্টি দেন রেফারি। ওই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান পিএসজি তারকা নেইমার।
বিরতির পরই আবার গোল পেতে পারতেন নেইমার। কৌতিনহোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল নিয়ে বিপদজনকভাবে ঢুকে পড়েছেন ব্রাজিল অধিনায়ক। নিয়েছিলেন গোল বরাবর শটও। গোললাইন থেকে সেই বল ক্লিয়ার করে দেন মিয়াজগা।
৫৭ মিনিটে কৌতিনহো শট রাখতে পারেননি নিশানায়। শেষ দিকে ফ্রেডের জায়গায় নেমেছিলেন আর্থার, নেইমারও উঠে যান। তবে ব্রাজিলের তরুণরা আর গোল এনে দিতে পারেননি। ১২ সেপ্টেম্বর এল সালভাদরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
Comments