ভয়ঙ্কর পদ্মা, হুমকিতে নড়িয়া

পদ্মার এই ভয়ঙ্কর রূপ আগে দেখেনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দারা। সর্বগ্রাসী পদ্মার ভাঙনে বিলীন হতে চলেছে পদ্মা সেতু নির্মাণের স্থান থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলার বেশ কিছু ইউনিয়ন।

পদ্মার এই ভয়ঙ্কর রূপ আগে দেখেনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দারা। সর্বগ্রাসী পদ্মার ভাঙনে বিলীন হতে চলেছে পদ্মা সেতু নির্মাণের স্থান থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলার বেশ কিছু ইউনিয়ন।

ভাঙনে নদী গর্ভে চলে যাচ্ছে গ্রামের পর গ্রাম। একদিন আগেও যারা সম্পদশালী ছিল রাতারাতি নিঃস্ব হয়ে যাচ্ছে তারাও।

গত কয়েক মাসে নড়িয়া উপজেলার পাঁচ ইউনিয়নের চার হাজারের বেশি পরিবার আশ্রয়হীন হয়ে গেছে। ভয়ঙ্কর ভাঙনের ঝুঁকিতে রয়েছে উপজেলার ২০০ বছরের পুরনো বাজার মুলতাফগঞ্জ। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

3h ago