রোহিঙ্গা নির্যাতন: আইসিসিকে দ্রুত তদন্তের আহ্বান জাতিসংঘের
আর দেরি না করে রোহিঙ্গা নির্যাতনের ঘটনার দ্রুত তদন্ত শুরু করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর ফাতু বেনসুদাকে এই আহ্বান করেন।
আদামা বলেন, আইসিসি’র প্রাক-ট্রাইব্যুনাল চেম্বারের নেওয়া সিদ্ধান্ত রোহিঙ্গাদের উপর করা বিভিন্ন অত্যাচারে ন্যায়বিচার পাওয়ার সুযোগ করে দেবে। এ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গত ৬ সেপ্টেম্বর আইসিসির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রোহিঙ্গাদের জোর করে বিতাড়ন মানবতাবিরোধী অপরাধ এবং তারা এই বিষয়টি খতিয়ে দেখবে।
আদামা এক বিবৃতিতে বলেন, ‘এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার জানিয়ে রোহিঙ্গাদের নিয়ে করা যেকোনো তদন্তে সহযোগিতা করতে মিয়ানমার অস্বীকার করেছে। কিন্তু মিয়ানমারকে বুঝতে হবে যারা এই ধরনের অপরাধ করে তাদের জন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলে কিছু নেই।’
গত ৬ সেপ্টেম্বর আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আদামা বলেন, রোহিঙ্গাদের নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি হতে হবে।
Comments