এশিয়া কাপে সেরা ছন্দের মোস্তাফিজকে পাওয়ার আশা

ইনজুরি থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে আর টি-টোয়েন্টি ভালোই খেলেছেন মোস্তাফিজুর রহমান। দলের সিরিজ জেতায় ছিল তার অবদান। তবে কদিন আগে জানিয়েছিলেন এখনো পাচ্ছেন না সেরা ছন্দ। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আশা করছেন এশিয়া কাপেই তাকে মিলবে সেরা অবস্থায়।
এশিয়া কাপ খেলতে আজ সন্ধ্যায় দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। তার আগের দিন দলের পেসারদের হালচাল নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন ওয়ালশ।
এশিয়া কাপে বাংলাদেশকে বড় কিছু অর্জন করতে হলে দরকার মোস্তাফিজের সেরা ছন্দ। ছোট ক্যারিয়ারে বারবার চোটে পড়া এই পেসারের হালচাল নিয়ে ভাবছেন ওয়ালশ, তাতে আশাবাদ তার কণ্ঠে, ‘সে ভালোভাবে ফিরে এসেছে। যদিও যেখানে থাকার কথা এখনো সে জায়গায় নেই। ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিয়েই ভালো খেলেছে। ইনজুরি সমস্যা দূরে থাকলেই সে কেবল আগাতে থাকবে। ওর স্কিল খুব স্পেশাল। তাকে ভালো করার জায়গা দিতে হবে।’
‘মোস্তাফিজ সবসময়ই আপনাকে সুযোগ তৈরি করে দেবে। আশা করি এশিয়া কাপেই সে তার সেরা জায়গায় পৌঁছাবে।’
মোস্তাফিজের বারবার চোটে পড়ায় তাকে রয়েসয়ে খেলতে দেয়ার মত বিসিবির। আগামী দুই মৌসুমে দেশের বাইরের কোন ফ্রেঞ্চাইজি লিগে তার খেলা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ওয়ালশ আপাতত অতো কিছু ভাবছেন না, ‘ওর ওয়ার্কলোড সামলানো নিয়ে চিন্তার কিছু নেই। সে বেশ ভালো বল করছে। তার সঙ্গে স্কিল নিয়ে আমার আরও কাজ করতে হবে। ইনজুরির কারণে অনেক কিছু করা হয়নি। আশা করি এশিয়া কাপের সময় এসব করা যাবে।
সহজাত প্রতিভায় অনেকের চেয়ে এগিয়ে থাকা মোস্তাফিজকে নিয়ে খুব বেশি খাটুনির কিছু নেই, তার ফিটনেস ঠিক রাখাই তাই অগ্রাধিকার দিয়ে দেখতে চান ওয়ালশ, ‘ফিট থাকলে সে জানে তার কি করতে হবে। আমরা সবাই খুশি। এশিয়া কাপের আগে ফিটনেসের দিক থেকেও তাকে সেরা অবস্থায় দেখতে চাইব। সে ফ্লু ভাইরাসে আক্রান্ত ছি। সে যদি স্বচ্ছন্দ ও খুশি থাকে তাহলে আমিও খুশি হবো।’
Comments