ঢাকার ‘নন্দিনী’-তে ইন্দ্রনীল সেনগুপ্ত

বাংলাদেশের নতুন চলচ্চিত্র ‘নন্দিনী’-তে নায়ক হিসেবে থাকছেন কলকাতা ও বলিউডের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে ঢাকাই ছবিতে তার অভিষেক হয়েছিল। আর সবশেষ তাকে দেখা যায় ‘সম্রাট’-এ।
indraneil sengupta
অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নতুন চলচ্চিত্র ‘নন্দিনী’-তে নায়ক হিসেবে থাকছেন কলকাতা ও বলিউডের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। কয়েক বছর আগে ‘চোরাবালি’ দিয়ে ঢাকাই ছবিতে তার অভিষেক হয়েছিল। আর সবশেষ তাকে দেখা যায় ‘সম্রাট’-এ।

আজ (৯ সেপ্টেম্বর) দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সোয়াইবুর রহমান রাসেল।

পরিতোষ বাড়ৈ-এর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘নন্দিনী’ ছবিটি। এর গল্প ও সংলাপ লিখেছেন লেখক নিজেই। আর চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান। বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন তারকা ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বলে জানা যায়।

আসছে ২০ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি প্রযোজনা করছেন নয়নতারা লিমিটেড।

ইন্দ্রনীল সেনগুপ্ত কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ঢাকার ‘নন্দিনী’ ছবির গল্প-চিত্রনাট্য আমার পছন্দ হয়েছে। এমন চরিত্রে আগে কখনই অভিনয় করিনি। একটি ভিন্ন রকমের ভালোবাসার গল্প এটি যা আমার জন্যে খুবই চ্যালেঞ্জিং। আমি এমন ধরনের চরিত্রেই অভিনয় করতে পছন্দ করি। কেননা, তা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়।”

‘নন্দিনী’-কে একটি ভিন্নধর্মী সিনেমা হিসেবে উল্লেখ করে ‘অটোগ্রাফ’-খ্যাত এই অভিনেতা বলেন, “অন্যরকম গল্প রয়েছে এখানে। রয়েছে ভিন্ন ধারা, ভিন্ন নির্মাতা। হতে পারে এটি একই শহরের গল্প। তবে পরিচালকের দৃষ্টিভঙ্গি ও চিত্রনাট্যের উপর আমি দৃঢ় থেকেছি। আর এটিকে সম্পূর্ণভাবে নির্মাতার হাতে তুলে দিতে চাই।”

Comments

The Daily Star  | English

LPG tanker in Chattogram still burning after 13 hours

9-member probe body formed by Chittagong Port Authority

5h ago