হংকংয়ের ম্যাচ নিয়ে জটিলতার সমাধান করল আইসিসি
পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে এবার এশিয়া কাপ খেলবে ওয়ানডে মর্যাদাও না থাকা হংকং। তাদের ম্যাচগুলোর মর্যাদার ধরণ নিয়ে তাই তৈরি হয়েছিল দোলাচল। অবশেষে তার অবসান করেছে আইসিসি।
বাছাইপর্ব পেরিয়ে এবারই প্রথম এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে হংকং। দলটির যে ওয়ানডে মর্যাদা না থাকায় তাদের ম্যাচগুলো নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। শেষ পর্যন্ত আইসিসির সিদ্ধান্ত এশিয়া কাপের সব ম্যাচই পাবে আন্তর্জাতিক মর্যাদা। তাই ওয়ানডে মর্যাদা না থাকলেও আপাতত ওয়ানডে ম্যাচ পাচ্ছে দেশটি।
এবার এশিয়া কাপের ৬ষ্ঠ দল হতে মালোয়েশিয়ার কুয়ালালামপুরে লড়াই করে ছয় দল। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ঠাই পায় হংকং। এশিয়া কাপের বাকি পাঁচ দলেরই আচে টেস্ট মর্যাদা।
গত মার্চে বিশ্বকাপের বাছাইপর্বেও ম্যাচের মর্যাদার ধরন নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেবার বাছাইপর্ব ওয়ানডে মর্যাদা না পাওয়ায় অনেক রেকর্ড লিপিবদ্ধ হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছেন, আগামীতে বিশ্বকাপ বাছাইপর্বের সব ম্যাচই পাবে আন্তর্জাতিক মর্যাদা। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের নাম দিয়ে বিবৃতিতে বলা হয় মানুষের দ্বিধা দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
১৫ সেপ্টেম্বর দুবাইতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপে বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপের আরেক দল আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলবে হংকং।
Comments