৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বিপিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৪৬ তম বিসিএস ফলাফল

৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে বিপিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে সরকারের সবশেষ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে পিএসসি সূত্র বলছে, ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও এই সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে, ৪০তম বিসিএসের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় ২ হাজার ক্যাডার নিয়োগের শূন্য পদ পেয়েছে বলে জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

৪০তম বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলীর ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে।

Comments

The Daily Star  | English

Switzerland assures cooperation in repatriating illegal assets of Bangladeshis

Switzerland has pledged to fully cooperate in repatriating illegal money deposited by Bangladeshi nationals in Swiss banks, in accordance with international standards and procedures

12m ago