বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের মেয়েরা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের মেয়েরা।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের শেষেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের মেয়েরা।

এ সিরিজে বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

১ অক্টোবর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। ৩ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি,৪ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি ও ৬ অক্টোবর হবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। একমাত্র ওয়ানডে ম্যাচটি হবে ৮ অক্টোবর।

এর আগে ২০১৪ সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তানের মেয়েরা। সেবার দুই ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতেই জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে দুটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরেছিল।

বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশের মেয়েরা এখন অনুশীলন ক্যাম্প করছে রাজশাহীতে। ওয়েস্ট ইন্ডিজে আগামী নভেম্বরে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago