পূজা চেরীর প্রেম!
নতুন প্রজন্মের নায়িকা পূজা চেরী কাকে বললেন ‘প্রেম আমার’- এর সঠিক উত্তর পাওয়া যাবে আরও কিছুদিন পর। কেননা, আগামী সপ্তাহ থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে কলকাতার রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘প্রেম আমার-২’ এর বাকি অংশের শুটিং।
ছবিটির প্রায় ৫০ ভাগ কাজ আগেই শেষ হয়েছে। বাকি দৃশ্যধারণের জন্য পরিচালক-প্রযোজক শুটিং ইউনিট নিয়ে এখন সিলেটে অবস্থান করছেন।
২০০৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর ছবি ‘প্রেম আমার’। এখন ছবিটির দ্বিতীয় কিস্তি তৈরি করা হচ্ছে। ছবিটিতে অভিনয় করছেন পূজা চেরী ও কলকাতার অদ্রিত।
নতুন ছবিটি প্রযোজনা করছেন পরিচালক নিজেই। তার সহযোগিতায় ছবিটি পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য। যৌথ প্রযোজনার এই ছবিটির বাংলাদেশ অংশে থাকছে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের অংশে কলকাতার রাজ চক্রবর্তী প্রডাকশনস।
উল্লেখ্য, পূজা চেরী-অদ্রিতের দ্বিতীয় ছবি এটি। এর আগে দুজনে ‘নূর জাহান’ নামের ছবিতে অভিনয় করেছিলেন।
Comments