ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা
দেশে একজন পোশাক শ্রমিকের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
সচিবালয়ে আজ (১৩ ডিসেম্বর) বিকালে এক বৈঠক শেষে তিনি বলেন, “নতুন এই মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর করা হবে।”
শ্রমিক অসন্তোষ দূর করার জন্যে গত জানুয়ারিতে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে বোর্ড গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর আগে মাসিক মজুরি হিসেবে একজন পোশাক শ্রমিকে সর্বনিম্ন ৫ হাজার ৩০০ টাকা দেওয়া হতো।
প্রতিমন্ত্রী চুন্নু বলেন, আগের মজুরি কাঠামো থেকে এবার ৫১ শতাংশ বাড়ানো হয়েছে। এখন আগামী ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকরা মাসিক মজুরি হিসেবে আট হাজার টাকা করে পাবেন।
Comments