ধারে খেলোয়াড় পাঠানোয় কঠোর হচ্ছে ফিফা!

খেলোয়াড় কিনে ধারে অন্য ক্লাবে পাঠানো ইউরোপে খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু তাতে মাঝে মধ্যেই নানা ধরণের সমস্যার সৃষ্টি হয়। আর এ সমস্যার সমাধানে ফিফা এগিয়ে আসছে বলেই সংবাদ প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম স্পোর্তবিল্ড।
FIFA

খেলোয়াড় কিনে ধারে অন্য ক্লাবে পাঠানো ইউরোপে খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু তাতে মাঝে মধ্যেই নানা ধরণের সমস্যার সৃষ্টি হয়। আর এ সমস্যার সমাধানে ফিফা এগিয়ে আসছে বলেই সংবাদ প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম স্পোর্তবিল্ড।

বড় ক্লাবে খেলার আশায় তরুণরা ঝুঁকে পরেন সহজেই। সে সুযোগে উঠতি খেলোয়াড়দের কিনে ধারে ছোট কোন ক্লাবে পাঠায় ইউরোপের বড় বড় ক্লাবগুলো। পরে তারা আরও ভালো খেলতে শুরু করলে বাড়তি ফায়দা আদায় করে নেয় দলগুলো। এ নিয়ে ছোট ক্লাবগুলোর ক্ষোভ অনেক দিন থেকেই।

ছোট ক্লাবগুলোর আর্জিটা দেরিতে হলেও শুনছে ফিফা। একের পর এক খেলোয়াড় কিনে সীমাহীন ভাবে ধারে পাঠানো বন্ধ করতে চাইছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে ফিফার আলোচনা অনেক অগ্রগতি হয়েছে দাবী করেছে স্পোর্তবিল্ড।

তবে এর আভাষটা ফেব্রুয়ারিতেই দিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো, ‘অনেক গুরুত্বপূর্ণ কিছু নিয়মনীতি যোগ করতে হবে। যেমন ধারে খেলোয়াড় লেনদেনে একটা মাত্রা যোগ করতে হবে।’

স্পোর্তবিল্ডের সংবাদে আরও বলা হয়েছে, একই সময়ে সর্বোচ্চ তিন জন খেলোয়াড় ধারে পাঠাতে পারবে একটি ক্লাব। যদি সংবাদটি সত্য হয় তাহলে বড় সমস্যায় পড়বে ইংলিশ জায়ান্ট চেলসি। এ ক্লাবের অভ্যাসই এক রকম খেলোয়াড় কিনে ধারে পাঠানো। চলতি মৌসুমেই ৩০ জনের বেশি খেলোয়াড় ধারে পাঠিয়েছে দলটি। গত মৌসুমে ছিল আরও বেশি।

শুধু চেলসিই নয়, সমস্যায় পড়বে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও। এ ক্লাব থেকে ধারে বিভিন্ন ক্লাবে খেলছেন প্রায় ৫০ জনের মতো ফুটবলার। একই সমস্যায় পড়বে ম্যানচেস্টার সিটি সহ আরও বেশ কিছু নামীদামী ক্লাব।

Comments

The Daily Star  | English

Public won't tolerate interim govt staying for a long time: Fakhrul

Elected representatives should decide what reforms are necessary, says BNP secretary general

1h ago