নারায়ণগঞ্জ, মাগুরায় গুলিবিদ্ধ ৪ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ ও মাগুরা জেলায় আজ (১৪ সেপ্টেম্বর) গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
body recovered
মরদেহ উদ্ধার। ছবি: স্টার গ্রাফিক্স

নারায়ণগঞ্জ ও মাগুরা জেলায় আজ (১৪ সেপ্টেম্বর) গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে এবং একজনের মাগুরা থেকে।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপপুর উপজেলায় সকাল ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলার পূর্বাচল ১১ নং সেতু এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। “আমরা এই হত্যাকাণ্ডের তদন্ত করছি,” যোগ করেন ওসি।

এদিকে, বার্তা সংস্থা ইউএনবি জানায়, মাগুরার শালিখা উপজেলার ছোটখালি গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শালিখা থানার কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্যে মরদেহটি মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের ধারণা দুষ্কৃতিকারীরা সেই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে সেই গ্রামে ফেলে রেখে যায়।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Comments