সোসিয়েদাদের মাঠে জয় পেল বার্সেলোনা

অনেক বছর থেকেই রিয়াল সোসিয়েদাদের মাঠ যেন বার্সেলোনার জন্য ছিল ভয়ংকর জুজু। যদিও এ জুজু কাটিয়ে উঠেছে গত মৌসুমেই। তবে শনিবার যেন আবারো ফিরে আসছিল। শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।
ম্যাচের ১২ মিনিটেই এদিন এগিয়ে যায় সোসিয়েদাদ। প্রায় ৪০ মিটার দূর থেকে নেওয়া ফ্রিকিক ঠিকভাবে ফেরাতে ব্যর্থ হন বার্সেলোনার ডিফেন্ডাররা। ফলে ফাঁকায় বল পেয়ে যান আরিৎস আলুস্তেন্দো। আর তা থেকে লক্ষ্যভেদ করতে কোন ভুল করেননি এ ডিফেন্ডার।
গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়েই খেলতে থাকে বার্সেলোনা। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারাচ্ছিল আক্রমণগুলো। ৪৩ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন করে বার্সেলোনা। ভিডিও রিপ্লে দেখেও তাতে সাড়া দেননি রেফারি। তবে বার্সেলোনা ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে।
বার্সেলোনার দুটি গোলই আসে কর্নার থেকে। ৬৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ঠিক ভাবে ফেরাতে না পারলে জটলায় বল পেয়ে যান লুইস সুয়ারেজ। আলতো শটে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান এ উরুগুইয়ান। চার মিনিট পর আরও একটি কর্নার থেকে হেডে বল ফিরিয়েছিলেন সোসিয়েদাদ ডিফেন্ডার। সে হেড থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ওসমান দেম্বেলে।
এ নিয়ে চার ম্যাচের চারটিতেই জয় পেল বার্সেলোনা। ফলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দিনের অপর ম্যাচে পয়েন্ট খুইয়েছে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। এইবারের মাঠে ১-১ গোলে ড্র করে অ্যাতলেটিকো। আর অ্যাতলেটিক বিলবাওর মাঠে একই ব্যবধানে ড্র করেছে রিয়াল।
Comments