সিলেটে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই তরুণের মৃত্যু
সিলেট রেলওয়ে স্টেশনে গতরাতে ট্রেনের চাকায় কাটা পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। প্লাটফর্ম থেকে দৌড়ে চলন্ত ট্রেনটির একটি কামরায় উঠার চেষ্টা করছিলেন তারা।
সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, রাত সোয়া দশটার দিকে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। সে সময় ওই দুই তরুণ দৌড়ে চলন্ত ট্রেনটিতে ওঠার চেষ্টা চালায়। কিন্তু তারা নিয়ন্ত্রণ হারিয়ে চাকার নীচে চলে যায় এবং পিষ্ট হয়।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
Comments