হংকংকে উড়িয়ে দিয়ে শুরু পাকিস্তানের

ফেভারিটের তকমা নিয়েই এশিয়া কাপে খেলতে এসেছে পাকিস্তান। শুরুটাও তারা করল তেমনই। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে দলটি। ৮ উইকেটের বড় জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল দুইবারের চ্যাম্পিয়নরা।

ফেভারিটের তকমা নিয়েই এশিয়া কাপে খেলতে এসেছে পাকিস্তান। শুরুটাও তারা করল তেমনই। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়েছে দলটি। ৮ উইকেটের বড় জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল দুইবারের চ্যাম্পিয়নরা।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৬ রান করে হংকং। জবাবে ২৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

রোববার পাকিস্তানী বোলারদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং। মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন। ষষ্ঠ উইকেটে কিঞ্চিৎ শাহ ও আইজাজ খানের জুটিতে করা ৫৩ রান ছাড়া আর কোন জুটিই গড়েনি।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস আসে সাত নম্বরে নামা আইজাজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন কিঞ্চিৎ। পাকিস্তানের পক্ষে ১৯ রানের খরচায় ৩টি উইকেট নিয়ে সেরা বোলার উসমান খান। এছাড়া হাসান আলি ও সাদাব খান ২টি করে উইকেট নেন।

১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ রানের উদ্বোধনী গড়েন দুই ওপেনার ফাখার জামান ও ইমাম-উল-হক। এরপর বাবর আজমকে ৫২ রানের জুটি গড়েন ইমাম। এরপর বাবর আউট হলে বাকি কাজ শোয়েব মালিককে নিয়ে শেষ করেন তিনি।

দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইমাম। বাবর করেন ৩৪ রান। ফাখারের ব্যাট থেকে আসে ২৪ রান। হংকংয়ের পক্ষে ২টি উইকেটই নেন এহসান নাওয়াজ।

Comments