আগামী মার্চে ডাকসু নির্বাচনের সম্ভাবনা: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন আগামী বছর মার্চ মাসে হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। গতকাল ঢাবিতে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও অনুষদের ডিনদের সঙ্গে বৈঠকের পর ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানান উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন আগামী বছর মার্চ মাসে হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। গতকাল ঢাবিতে ক্রিয়াশীল ১২টি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও অনুষদের ডিনদের সঙ্গে বৈঠকের পর ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানান উপাচার্য।

ঢাবির রেজিস্ট্রার ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সবগুলো ছাত্র সংগঠনই ক্যাম্পাসে সবার সহাবস্থান নিশ্চিত করে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানায়। তবে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে সহাবস্থান নিয়ে কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত ছিলেন।

হলের প্রাধ্যক্ষ, অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যদের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের উদ্যোগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের এই আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ইউনিয়নের নির্বাচন হয়েছিল।

কবে ডাকসু নির্বাচন হতে পারে—বৈঠক শেষে এই প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচনের জন্য কাজের যে পরিধি তা বিবেচনায় নিয়ে আমাদের কমিটিগুলো একটা নির্দেশনা ইতিমধ্যেই দিয়েছে, সেটা হলো মার্চ ২০১৯। এ নিরিখে এখন পর্যন্ত আমাদের ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। আশা করি অক্টোবরের মধ্যে খসড়া যে ভোটার তালিকা, সেটি প্রণয়ন করব।’

ডাকসু নির্বাচন দেওয়ার আগে হলে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘হলগুলোতে অবস্থানের জন্য প্রভোস্টরা ব্যবস্থা গ্রহণ করবেন। মধুর ক্যানটিন কেন্দ্রিক যে রাজনৈতিক চর্চা, সেটি সবার জন্য উন্মুক্ত। সেখানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তাদের যে কার্যক্রম চালাবে, তাতে কারও জন্য প্রশাসন থেকে কোনো বাধা নেই। বরং আমরা সেটাকে উৎসাহিত করি।’

Comments

The Daily Star  | English

Six killed in Cox’s Bazar landslides amid relentless rain

453mm of rain recorded in 24 hours as many areas of seaside town inundated

4h ago