প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি থেকে কোটা তুলে দেওয়ার সুপারিশ
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে কোটা সংস্কার, বাতিল ও পর্যালোচনার জন্য গঠিত কমিটি।
শফিউল আলম বলেন, যে সুপারিশ করা হয়েছে তা মন্ত্রিসভার আগামী বৈঠকে অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে। কোটার ভবিষ্যৎ নিয়ে প্রতিবেদন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে কমিটি।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ ঢাকায় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান।
কোটা বাতিল বা সংস্কারের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য গত ২ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করেছিল সরকার। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশ দেওয়ার কথা থাকলেও পরে এর মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়েছিল।
শফিউল আলম বলেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের যে রায় আছে তা কোটা সংস্কার বা বাতিলে কোনো প্রভাব ফেলবে না বলে আইন কর্মকর্তারা মত দিয়েছেন।
এর আগে ১৩ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, সরকারি চাকরি থেকে প্রায় সব ধরনের কোটা তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছেন তারা। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের নির্দেশনা থাকায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের নির্দেশনা নেওয়া প্রয়োজন রয়েছে। তবে তারা সব কোটা বাতিলের পক্ষে।
Comments