কেমন হলো ‘দেবী’-র দ্বিতীয় গান?

Debi second song
অভিনয়শিল্পী জয়া আহসান এবং অনিমেষ আইচ। ছবি: সংগৃহীত

কলকাতার কণ্ঠশিল্পী অনুপম রায়ের গাওয়া ‘দেবী’ সিনেমার ‘দু মুঠো বিকেল’ শিরোনামের একটি গানটি প্রকাশিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

অনুপম রায়ের কথা ও সুরে গানটির কথা- ‘ক্রমশ এ গল্পে আরও পাতা জুড়ে নিচ্ছি, দু’মুঠো বিকেল যদি চাও ছুড়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলেমানুষি তুলি দিয়ে আঁকছি।’

গানের দৃশ্যে দেখা যাচ্ছে জয়া আহসান ও অনিমেষ আইচকে।

গানটি নিয়ে অনুপম রায় বলেন, “আমার অনেক প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নির্মিত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই আমার আগ্রহ রয়েছে সিনেমাটির প্রতি। পাশাপাশি, জয়া আহসান আমার খুব ভালো বন্ধু। জয়া যখন এই চলচ্চিত্রের জন্য একটি গান করার অনুরোধ জানান, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।”

‘দেবী’ ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন রানু চরিত্রে, আনিস চরিত্রে রয়েছেন অনিমেষ আইচ এবং মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী।

ছবিটি প্রযোজনা করেছে সি-তে সিনেমা।

গানের ভিডিওটি দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=AyvVlYWcmT0

Comments

The Daily Star  | English

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago