এশিয়া কাপ থেকে ছিটকে পড়া তামিম দেশে ফিরছেন

Tamim Iqbal
সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের লবিতে তামিম ইকবাল। ছবি: বিসিবি

তামিম ইকবালের এশিয়া কাপ শেষ হওয়ার খবর জানা গিয়েছিল আগেই। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শের অপেক্ষায় দেরি হচ্ছিল আনুষ্ঠানিক ঘোষণা। সোমবার দুইবাইতে চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর জানা গেছে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। মঙ্গলবারই তাই দেশের বিমান ধরবেন এই ওপেনার।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায়  দুবাইয়ের আল-জাহরা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার হয় তামিমের। এখানকার জার্মান চিকিৎসক তামিমের হাতে দেখে বলেছেন, আপাতত অস্ত্রোপচারের দরকার নেই। তবে স্পোর্টস সার্জনদের সঙ্গে পরামর্শ করতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে পাঠানো হবে তামিমের রিপোর্ট।

ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এখন আমি বলতে পারি সে এশিয়া কাপ থেকে বাইরে। এখানকার চিকিৎসক সার্জারি লাগবে না বলেছেন তবে তার রিপোর্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।  তারপরই সার্জারির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ’

রোববার দেওয়া সাক্ষাতকারে সেরা ছন্দ থাকার মধ্যে চোটে পড়া নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান।

এশিয়া কাপের প্রথম ম্যাচে লঙ্কানদের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ, কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারে চোট পেয়ে ছিটকে পড়েন তামিম। প্রাথমিক পরীক্ষায় তার হাতে একাধিক ফ্র্যাকচার পাওয়া যায়। দলের প্রয়োজনে ওই অবস্থায় এক হাতে ব্যাট করে প্রশংসায় ভাসছেন তিনি।

তামিম ছিটকে পড়লেও তার বদলে আর কাউকে দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে না। লিটন দাসের সঙ্গে তাই ইনিংস উদ্বোধনের জন্য আলোচনায় আছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। 

Read More: আফগানিস্তান নিয়ে চিন্তার কারণ দেখছেন না মিঠুন​

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

17m ago