বাহরাইনকে ১০ গোল দিল বাংলাদেশের মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। বাহরাইনকে উড়িয়ে দিয়েছে আনুচিং-মারিয়া-শামসুন্নাহারারা। ১০-০ গোলের বড় জয়েই বাছাই পর্ব শুরু করে দলটি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়মিত গোল দিতে থাকে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আনুচিং মোগিনি, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। সাজেদা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, আনাই মোগিনি ও তহুরা খাতুন করেছেন একটি করে গোল।
ম্যাচের ১২ মিনিটেই ডিফেন্ডার আনাইয়ের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মারিয়া। ১৯ মিনিটে দলের তৃতীয় গোল আসে আনুচিংয়ের পা থেকে।
৩৫ মিনিটে আবারও গোল পায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার শট গোলরক্ষক ফেরালেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন আনুচিং। প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৫-০ করে বাংলাদেশ। আনাইয়ের ক্রস থেকে দারুণ হেডে জালের ঠিকানা খুঁজে নেন শামসুন্নাহার জুনিয়র।
৫৫ মিনিটে গোল করে বদলি খেলোয়াড় সাজেদা। দুই মিনিট পর লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার জুনিয়র। ৫৮ মিনিটে ডি বক্সের মধ্যে শামসুন্নাহার জুনিয়রকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ।স্পট কিক সহজেই লক্ষ্যভেদ করেন শামসুন্নাহার সিনিয়র।
৭১ মিনিটে মারিয়ার কোনাকুনি শটে নবম গোল পায় বাংলাদেশ। ৮০ মিনিটে তহুরা খাতুনের গোলে স্কোরলাইন হয় ১০-০। বুধবার লেবাননের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
Comments