অভিনয় ফিরছেন অ্যাঞ্জেলিনা জোলি
সর্বশেষ তাকে দেখা গিয়েছিলো ২০১৫ সালে ‘বাই দ্য সি’ সিনেমায়। এরপর, দীর্ঘ বিরতি। শুধু বিরতিই নয়, পরের বছর অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলে পারিবারিক ঝামেলায় পড়েন অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
এতোদিন জোলির পারিবারিক খবরগুলোই প্রাধান্য পেয়েছে বিশ্ব গণমাধ্যমে। এবার তিনি দিলেন ভিন্ন খবর। বড় পর্দায় আবার দেখা যাবে তাকে। দ্য হলিউড রিপোর্টার গতকাল (১৭ সেপ্টেম্বর) জানায় ভক্তদের সামনে জোলির ফিরে আসার কথা।
খবরে প্রকাশ, থ্রিলার মুভি ‘দ্য কেপ্ট’-এ জোলি অভিনয় করবেন এমন একজন নারীর চরিত্রে যিনি বাড়িতে ফিরে এসে দেখেন তার স্বামী ও চার সন্তান খুন হয়েছে। তবে এই দম্পতির এক ছেলে ক্যালিব রান্না ঘরে লুকিয়ে থেকে তার প্রাণ বাঁচাতে সক্ষম হয়।
২০১৪ সালে প্রকাশিত জেমস স্কটের উপন্যাস অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ‘দ্য কেপ্ট’ ছবিটি। ১৮৯৭ সালের প্রেক্ষাপটে এমন রোমহর্ষক ঘটনা ঘটে নিউইয়র্কের একটি খামার বাড়িতে। এরপর, প্রাণে বেঁচে যাওয়া ১২ বছর বয়সী ক্যালিবকে নিয়ে শুরু হয় মায়ের অভিযান- অপরাধীদের খুঁজে বের করার।
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় একটি চমৎকার থ্রিলার মুভি নিয়ে জোলির ফিরে আসার খবরটিতে হলিউড ভক্তদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে পশ্চিমের বিভিন্ন সংবাদমাধ্যম।
Comments