২১ আগস্ট মামলার রায় ১০ অক্টোবর

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা। স্টার ফাইল ছবি

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার কাজ শেষ হয়েছে। আগামী ১০ অক্টোবর এই মামলার রায় প্রদান করা হবে।

আজ মঙ্গলবার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। সেই সঙ্গে এই মামলার আট আসামির জামিন নাকচ করে অবিলম্বে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জনসভায় গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হন। হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন।

এই ঘটনায় হওয়া দুই মামলায় মোট আসামি ৪৯ জন। এদের বিএনপির প্রাক্তন মন্ত্রী লুতফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুসহ মোট ২৩ জন কারাগারে রয়েছেন। এছাড়াও তিন জন সাবেক আইজিপিসহ আট জন জামিনে ও তারেক রহমানসহ ১৮ জন পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষ গতকাল তাদের যুক্তিতর্কের শেষ দিনে হামলার সঙ্গে জড়িত আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছেন।

হামলার ঘটনার পর মতিঝিল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে একটি ছিল হত্যার অভিযোগে ও অপর মামলাটি ছিল বিষ্ফোরকদ্রব্য আইনে। এই ট্রাইব্যুনালে ২০১২ সালে মামলাগুলোর বিচারকাজ শুরু হয়।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran’s Araghchi says US attack will have ‘everlasting consequences’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

2h ago