নেইমারের পিএসজিকে হারিয়ে শুরু লিভারপুলের

ইংলিশ লিগে শিরোপা কে জিতবে? এমন প্রশ্নে লিভারপুলকে গোনাতেই ধরেননি ব্রজিলিয়ান তারকা নেইমার। এবার সেই লিভারপুলের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স শুরু করেছে নেইমারের দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আরেক ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনোর শেষ মুহূর্তের দেওয়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় লিভারপুল।
অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে খেলতে থাকে দুই দল। তবে ৩০ মিনিটে ড্যানিয়েল স্টুরেজের দারুণ হেডে এগিয়ে যায় লিভারপুল। এন্ড্রু রবার্টসনের ক্রস থেকে বক্সের সামনে থেকে ফাঁকায় দেওয়ার সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন এ ইংলিশ তারকা।
পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ডি বক্সের মধ্যে জর্জিনিও উইনালদামকে ফাউল করেন হুয়ান বেরনাত। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার।
তবে ৪০ মিনিটেই ব্যবধান কমায় পিএসজি। ডি মারিয়ার ক্রসে বাই সাইকেল কিক নিতে চেয়েছিলেন এডিসন কাভানি। বল মিস করায় প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে আসে থমাস মিউনিয়ারের কাছে। বল পেয়ে দারুণ শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ডিফেন্ডার।
৮৩ মিনিটে মোহাম্মদ সালাহর ভুলে বল পেয়ে যান নেইমার। এগিয়ে গিয়ে ডি বক্সের মধ্যে পাস দেন কিলিয়েন এমবাপেকে। সে বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন এ ফরাসী তরুণ। ফলে সমতায় ফেরে পিএসজি।
তবে যোগ করা সময়ে লিভারপুল সমর্থকদের উল্লাসে ভাসান ফিরমিনো। ভারজিল ভ্যান দিকের কাছ থেকে বল পেয়ে পাঁচ ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে কোণাকোণি এক শটে জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান। ফলে ৩-২ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের ফাইনালিস্টরা।
Comments