মৌলভীবাজারে প্রাক্তন ছাত্রদল নেতার লাশ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন এক নেতার লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে, তিনি বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন।
তবে পুলিশের বক্তব্য অস্বীকার করে কুলাউড়া উপজেলা শাখা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধি জানান, নিহত আজমল আলী শামিম (৩৫) কুলাউড়া পৌরসভা এলাকার বাসিন্দা। উপজেলা শাখা ছাত্রদলের প্রাক্তন সভাপতি তিনি।
ওসির ভাষ্য, শামীম তার এক বন্ধুর সঙ্গে জুড়ীর ফুলতলা এলাকায় গিয়েছিলেন। শ্রীমঙ্গল-ফুলতলা সড়ক ধরে কুলাউড়ায় ফেরার পথে একদল বন্য হাতী তাদের আক্রমণ করে। এসময় তার বন্ধুটি পালিয়ে আসতে সক্ষম হলেও শামীম নিজেকে রক্ষা করতে পারেননি।
আজ সকাল ৬টায় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
Comments