‘ওপেনিংয়ের নতুন জুটি খেলাটা উপভোগ করুক’
তামিম ইকবাল নেই। তার জায়গায় ওপেনিংয়ে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। অভিষিক্ত শান্তর সঙ্গে থাকবেন ওয়ানডেতে খুব কম অভিজ্ঞতার লিটন দাস। এই দুজনকে বাড়তি কোন চাপ দিতে চান না অধিনায়ক মাশরাফি মর্তুজা।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই চোটে পড়ে ছিটকে গেছেন তামিম। অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ওপেনিংয়ে তামিম ইকবাল ছিলেন ভরসার নাম। সৌম্য সরকার ছন্দ হারিয়ে ফেলার পর বেশ অনেকদিন থেকেই তার যোগ্য সঙ্গীর অভাবে ভুগছিল দল। এশিয়া কাপে লিটনের জন্য ছিল তামিমের সঙ্গী হওয়ার সুযোগ।
কিন্তু চোটের কারণ তামিমই ছিটকে যাওয়ায় লিটনই হয়ে যাচ্ছেন সিনিয়র। গত বছর নিউজিল্যান্ড সফরে ফাঁকতালে এক টেস্ট খেলে ফেললেও আর কোন ফরম্যাটেই অভিষেক হয়নি শান্তর। সব ঠিক থাকলেই এই তরুণই হচ্ছেন লিটনের সঙ্গী।
ম্যাচের আগের দিন লিটন এবং শান্ত দুই তরুণকে কোন বার্তা দিতে চাইলেন না অধিনায়ক, কেবল থাকতে চান পাশে, ‘কোনো বার্তা নেই। সাহায্য করার চেষ্টা করছি। বাড়তি চাপ না দিয়ে নিজেদের মতো খেলুক। ঢাকা লিগ বা বিপিএলের মতো খেলুক।’
‘ওরকম মানসিকতা নিয়ে যদি নামে, উপভোগ করে, তাহলে ভালো খেলবে বলে আমার বিশ্বাস। বিশেষ কোনো বার্তা দিতে চাই না। কারণ তাহলে চাপ নিয়ে নিতে পারে। উইকেটে গিয়ে উপভোগ করুক। সেটা যদি করতে পারে, নিজেকে যদি চ্যালেঞ্জ করতে পারে, তাহলে ভালো অবশ্যই করতে পারে।’
Comments