নগরে ‘নগরকৃষি’
সবার তো আর গ্রামে যাওয়া সম্ভব নয়, তাই এই শহরের খালি পড়ে থাকা ছাদ, বাসার আশপাশ ও বারান্দা সবুজে ছেয়ে দিতে দুবছর আগে যাত্রা শুরু করে ‘নগরকৃষি’। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিল সেই যাত্রা। পরে কর্মপরিধি আরও বাড়াতে যোগ দেন বর্তমান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামরুল হাসান।
কামরুল বলেন, ‘এমন কিছু করা দরকার যাতে শহরের মাঝেও সবুজ সহজেই বেড়ে ওঠে। যারা নিজেদের ছোট্ট পরিসরে একটু বাগান করতে ভালোবাসেন, তাদের সাহায্য ও উৎসাহ দিতেই জন্ম নেয় আমাদের ‘নগরকৃষি’ প্রতিষ্ঠানটি।’
বাগান করার পাশাপাশি ‘নগরকৃষি’-র আরেকটি কার্যক্রম হলো ‘লিটল ফার্মার’। সেখানে স্কুলের বাচ্চাদের হাতে কলমে গাছ লাগানো এবং পরিচর্যা শেখানো হয়। বাচ্চারা যেহেতু পোকা ভয় পায়, তাই পোকা নিয়ে কিছু তথ্য জানানো হয় গল্পে গল্পে। ‘আমাদের উদ্দেশ্য হলো নাগরিক কৃষক তৈরি করা। তাই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমরা গাছের প্রতি ভালবাসা ছড়িয়ে দিতে চাই।’
‘নগর কৃষি’-র পুরো গল্পটা জানতে ক্লিক করুন ভিডিও লিংকে। সেই সাথে সাবস্ক্রাইব করুন স্টার লাইভ।
Comments