খালেদার অনুপস্থিতিতে বিচার চলবে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলবে বলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত। ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এই বিচার কার্যক্রম পরিচালিত হবে।
khaleda zia
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্টার ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলবে বলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত। ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে এই বিচার কার্যক্রম পরিচালিত হবে।

বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান আজ রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

কারাবন্দী খালেদা জিয়া তার শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাসে বেশ কয়েকবার এই মামলার শুনানিতে আদালতে আসেননি। এর প্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ খালেদার অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে আবেদন করেছিল। আবেদনের আগের দিন ১২ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষ আদালতকে জানায় অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে অপারগতা প্রকাশ করেছেন। এর পরই আদালত এই মামলার বিচার কার্যক্রম সেদিনের মতো মুলতবি করে জানিয়েছিল যে এ ব্যাপারে তারা পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন।

এর আগে ৪ আগস্ট আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দিয়ে জানিয়েছিল, বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা এলাকাটি জনাকীর্ণ থাকে তাই খালেদার নিরাপত্তার কথা মাথায় রেখে কারাগারেই তার বিচার প্রক্রিয়া পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরদিন কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে খালেদা জিয়া হুইল চেয়ারে করে এসে বলেছিলেন, ‘এখানে কোনো ন্যায়বিচার নেই।’ সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, পরবর্তীতে আর এই আদালতে তিনি আসবেন না।

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

42m ago