মুমিনুলের নতুন যাত্রা
গায়ে লেগেছিল টেস্ট ক্রিকেটারের তকমা। ঘুরে ঘুরে তাই ডাক পড়ত কেবল সাদা পোশাকের দলে। গত ওয়ানডে বিশ্বকাপের দলে ছিলেন। সেখানেই খেলছেন সর্বশেষ ওয়ানডে। এরপর রঙিন পোশাকে ব্রাত্য হয়ে পড়া মুমিনুল হক এশিয়া কাপ দিয়ে ফেরেন ওয়ানডে দলে। সাড়ে তিন বছর পর এবার জায়গা পেলেন একাদশেও।
টেস্টের মতো মুমিনুলের ওয়ানডে রেকর্ড অতটা আলো ঝলমলে নয়। ২৬ ওয়ানডে খেলে ২৩.৬০ গড়ে করেছেন ৫৪৩ রান। তিন ফিফটি করলেও এই ফরম্যাটে সেঞ্চুরির দেখা পাননি এখনো। তবে সীমিত পরিসরের ক্রিকেটেও যে তিনি যথেষ্ট কার্যকর ঘরোয়া পর্যায়ে অনেকবারই মিলেছে সে ইঙ্গিত। ‘এ’ দলের হয়ে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে ১৮২ রানের ইনিংস খেলেছেন। এরপরই নতুন করে আলোচনায় আসা শুরু তার।
আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের অর্থহীন ম্যাচে বিশ্রামে থাকা মুশফিকুর রহিমের জায়গায় মিডল অর্ডারেই সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি। সামর্থ্য নিয়ে সংশয় নেই। তবে মুমিনুলের এবারের সুযোগ পাওয়া একটা বড় পরীক্ষার মতই। যদি উৎরে যান তাহলে সামনে হয়ত প্রসারিত হবে সীমিত ওভারের বড় দরজা। ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে মূল পরিকল্পনায়ও চলে আসতে পারেন তিনি।
আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা একেবারেই অর্থহীন। জেতা-হারায় টুর্নামেন্টের প্রেক্ষিতে কিছু যায় আসে না। আরও যেকোনো একটা আন্তর্জাতিক ম্যাচ বলেই হয়ত হারতে চাইবে না দল। তবে মুমিনুলের কাছে এই ম্যাচটি ভীষণ দামি। নিজেকে প্রমাণের মঞ্চ, আলোতে নিয়ে আসার সুযোগ।
এমন ম্যাচে মনস্তাত্ত্বিক দিক থেকেও বাড়তি সুবিধা পাচ্ছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। দলের কাছ থেকে নেই কোন চাপ। পরিস্থিতি দিচ্ছে নির্ভার খেলার লাইসেন্স। মরুভূমির বুকে অদ্ভুত সুন্দর স্থাপত্য শৈলীর নিয়ে দাঁড়িয়ে আছে আবু জায়েদ স্টেডিয়াম। মরুর বুকে যেন ফুল। মুমিনুলকেও ব্যাট হাতে এই মাঠে ফুটাতে হবে ফুল।
Read More: ফিল্ডিংয়ে বাংলাদেশ, শান্ত-রনির অভিষেক
Comments