রাঙ্গামাটিতে গুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আজ (২১ সেপ্টেম্বর) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুজন সদস্য নিহত হয়েছেন।
rangamati map

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আজ (২১ সেপ্টেম্বর) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুজন সদস্য নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন শ্যামল চাকমা (৩৮) এবং আকষর্ণ চাকমা (৪০)।

রাঙ্গামাটি থেকে আমাদের সংবাদদাতা জানান, নিহত দুজনই পার্বত্য চট্টগ্রাম-ভিত্তিক রাজনৈতিক দলটির সদস্য।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ইউপিডিএফ-এর সদস্য দুজন রামসুপারি পাড়া গ্রামের একটি বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন। একদল অস্ত্রধারী ব্যক্তি আজ ভোরে সেই বাড়িতে আক্রমণ করলে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং মৃতদেহ উদ্ধার করে।

এক বার্তায় রাঙ্গামাটি শাখার ইউপিডিএফ-এর সংগঠক সচল চাকমা এই আক্রমণের জন্যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল পিসিজেএসএস-এর (এমএন লারমা) সদস্যদের দায়ী করেছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

কিন্তু, পিসিজেএসএস এই হামলার দায় অস্বীকার করেছে।

Comments