সৌম্য-ইমরুল আসছেন, জানা নেই মাশরাফির!

ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে তখন বেহাল দশা বাংলাদেশের। বাংলাদেশ ইনিংসের তখন শেষ পর্যায়। তখনই ক্ষুদে বার্তায় বিসিবির পক্ষ থেকে জানানো হলো এশিয়া কাপের দলে যোগ দিতে আসছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজা বললেন, এই দুই ওপেনারের আসার খবর জানেনই না তিনি। দলে দুজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা নিয়ে তার সঙ্গে কোন আলোচনাই নাকি হয়নি।
Mashrafee Mortaza
ছবি: একুশ তাপাদার

ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে তখন বেহাল দশা বাংলাদেশের। ইনিংসেরও শেষ পর্যায়। তখনই ক্ষুদে বার্তায় বিসিবির পক্ষ থেকে জানানো হলো এশিয়া কাপের দলে যোগ দিতে আসছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজা বললেন, এই দুই ওপেনারের আসার খবর জানেনই না তিনি। দলে দুজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা নিয়ে তার সঙ্গে কোন আলোচনাই নাকি হয়নি। 

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য দুই ঘণ্টার। বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে বিসিবি জানায় সৌম্য, ইমরুলের দলে আসার খবর। দুবাইয়ের ঘড়ি তখন আরও দুই ঘণ্টা পিছিয়ে। এটাই বার্তা দেয় সিদ্ধান্তটা নেওয়া হয়েছে হুটহাট। টিম ম্যানেজম্যান্ট আলোচনার সময় পায়নি অধিনায়কের সঙ্গেও।

অপ্রস্তুত অবস্থায় ছিলেন সৌম্য ও ইমরুলও। শুক্রবার দুজনেই খুলনায় চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষ করে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন । সেখানে এক বিসিবি কর্তার ফোন পেয়ে তড়িঘড়ি ছুটেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাইয়ের বিমান ধরবেন তারা। মধ্যরাতে দলে যোগ দেওয়ার পর পরদিন বিকেলেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে হতে পারে তাদের।

এই পরিস্থিতি, এত তাড়াহুড়ো, তবে এর কিছুই নাকি গোচরে নেই অধিনায়কের। ম্যাচ শেষে জানালেন, ‘না আমি মাঠের ভেতর ছিলাম। এই জিনিসটা এখনো জানি না। পরিষ্কার না। আসছে যেটা বলছেন আমি এখনো নিশ্চিত না। আমার সঙ্গে আলোচনা হয়নি। আমি পরিষ্কার না।’

খারাপ পারফরম্যান্সে দল থেকে বাদ পড়েছিলেন সৌম্য ও ইমরুল। দক্ষিণ আফ্রিকা সফরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দুজন। এরপর থেকেই বাইরে আছেন দলের। এই দুজন আবার দলে এসে পারফর্ম করতে পারবেন কিনা এই নিয়ে সংশয়ের কথাও লুকালেন না অধিনায়ক, ‘এরা কিন্তু এভাবে পারফর্ম না করেই দল থেকে বের হয়েছে। আবার এসে এই ধরনের টুর্নামেন্টে আল্টিমেট প্রেসার নিয়ে...আমি জানি না ওরা টেকনিক্যালি কি কাজ করেছে।’

‘যে সমস্যার কারণে দলের বাইরে গিয়েছে ঠিক করে আসছে কিনা। কাজেই এইগুলা কিন্তু সব ম্যাটার করবে। আর বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ যদি চিন্তা করেন তাদের আমার কাছে মনে হয় আরও কঠিন বোলার মোকাবেলা করতে হবে।’

অধিনায়কের মতে বর্তমান পরিস্থিতিতে দলে যারা আছেন তাদের জন্য কাজটা সহজ হচ্ছে না, যারা আসবেন তাদের কাজও কঠিন হবে,  ‘এটা নিশ্চিত যে কারো জন্য এটা সহজ হবে না। যারা আছে তাদের জন্যও সহজ হচ্ছে না। যারা আসবে তাদের জন্যও সহজ হবে না।’

তবে এসবের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টায় মাশরাফি, ‘আমার কাছে মনে হয় কঠিন তো সব কিছুই। ক্রিকেটে এর ভেতরে রান করতে হবে। এর ভেতরে ব্যাটিং বোলিং ভাল করে করতে হবে। যেটা আগে পরে এভাবে আমরা ফিরে এসেছি। কাজেই অসম্ভব কিছুই না। যে খেলুক দায়িত্ব ত নিতেই হবে।’

 

Comments

The Daily Star  | English

Former lawmakers Azaduzzaman Noor, Mahbub Ali arrested

Former minister for cultural affairs Asaduzzaman Noor and former state minister for Civil Aviation and Tourism M Mahbub Ali were arrested from different locations of the city last night..A team of Detective Branch (DB) arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Roa

1h ago