নতুন মাইলফলকে মুশফিক

সুযোগটা ছিল আগের ম্যাচেই। ২১ রান করে আত্মাহুতি দেওয়ায় ভারতের বিপক্ষে ছোঁয়া হয়নি তা। পাঁচ হাজার থেকে ৭ রান দূরে থেকে আফগানিস্তানের বিপক্ষে নেমেছিলেন মুশফিকুর রহিম। এবার আর ভুল হয়নি। গুবালদিন নাইবকে পুল করে বাউন্ডারিতে পাঠিয়ে নতুন মাইলফলকে পৌঁছেছেন তিনি।
Mushfiqur Rahim
ফাইল ছবি: এএফপি

সুযোগটা ছিল আগের ম্যাচেই। ২১ রান করে আত্মাহুতি দেওয়ায় ভারতের বিপক্ষে ছোঁয়া হয়নি তা। পাঁচ হাজার থেকে ৭ রান দূরে থেকে আফগানিস্তানের বিপক্ষে নেমেছিলেন মুশফিকুর রহিম। এবার আর ভুল হয়নি। গুবালদিন নাইবকে পুল করে বাউন্ডারিতে পাঠিয়ে নতুন মাইলফলকে পৌঁছেছেন তিনি।

তৃতীয় বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রান করলেন মুশফিক। ওয়ানডে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১৮৩ ওয়ানডে ম্যাচ খেলে ৬৩০৭ রান করে এক নম্বরে আছেন তিনি। ১৯২ ওয়ানডেতে ৫৪৮২ রান করে দুইয়ে সাকিব আল হাসান।

আগের দুজনেই পাঁচ হাজারে যেতে মুশফিকের চেয়ে কম ম্যাচ খেলেছেন। ১৯০তম ম্যাচে এসে বাংলাদেশের মিডল অর্ডারে বড় ভরসা স্পর্শ করতে পারলেন নতুন মাইলফলক। ৩৪ ছুঁইছুঁই গড় নিয়ে এই রান করতে ছয়টি সেঞ্চুরি আর ২৯টি ফিফটি করেছেন মুশফিক।

সব ফরম্যাটেই বাংলাদেশের হয়ে রান সংগ্রহে প্রথম তিনটি স্থানে আছেন এই তিন ক্রিকেটার। ওয়ানডেতে তিনে থাকলেও টেস্টে তামিমের পরই ৩৬৯৯ রান দিয়ে দুই মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতে এই ডানহাতি ব্যাটসম্যানের রান ১১৩১।

 

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago