তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘জান্নাত’ বাংলাদেশে
বাংলাদেশের দর্শকদের কাছে তুরস্কের ধারাবাহিকগুলোর জনপ্রিয়তার প্রেক্ষাপটে এবার আসছে ‘জান্নাত’। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনী অবলম্বনে তুরস্ক তৈরি করেছে এই ধারাবাহিকটি।
তুর্কি ধারাবাহিক ‘জান্নাত’ আগামী অক্টোবর থেকে প্রচারিত হবে এটিএন বাংলায়। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দেখতে পাবেন দর্শকরা।
ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে তৈরি ‘সুলতান সুলেমান’ ধারাবাহিক দিয়ে তুরস্কের টিভি সিরিজ মন জয় করে বাংলাদেশের দর্শকদের। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘জান্নাত’।
একজন এতিম মেয়ের জীবন সংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘জান্নাত’। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন প্রকৌশলী হয়ে তার স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পান তখন তিনি ভাবেন, অবশেষে তার জীবনের দুঃখ-দুর্দশা দূর হতে শুরু করেছে। সাফল্য ধরা দিতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা থেকেই তার জীবনে সৃষ্টি হতে থাকে নতুন জটিলতার।
তাকে ফেলে যাওয়া মা আবারও ফিরে আসে তার জীবনে। তবে মায়ের ভালোবাসা নিয়ে নয় বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হন তিনি। অন্যদিকে, মেয়েটির জীবনে যে প্রেম আসে সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার সৎ বোন।
‘জান্নাত’ ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও ‘সুলতান সুলেমান’ খ্যাত দীপক সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, “এই মানবিক গল্পটির সঙ্গে বাংলাদেশের এখনকার পরিস্থিতির বেশ মিল পাবেন দর্শকরা। তাই এই ধারাবাহিকটিকে বেছে নেওয়া হয়েছে।”
ধারাবাহিকটির নায়িকার সুখ-দুঃখের সঙ্গে দর্শকরা নিজেদের চিত্র দেখতে পাবেন বলেও মন্তব্য করেন তিনি।
‘জান্নাত’ বাংলাদেশে নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের পথিকৃৎ প্রতিষ্ঠান ‘বঙ্গ বিডি’। এটি পরিবেশনা করছে ‘ভি থ্রি কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড’।
Comments