শাকিব-বুবলী একসঙ্গে
শাকিব খান-বুবলী আবার একসঙ্গে। মাঝখানে শোনা গিয়েছিল যে তারা আর একসঙ্গে অভিনয় করবেন না। সব রটনা সরিয়ে আজ (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন একটি ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন দুজন।
এফডিসির ৩ নম্বর ফ্লোরে শাহীন সুমন পরিচালিত শাপলা মিডিয়া প্রযোজিত ‘মাননীয় সরকার একটি প্রেম দরকার’ ছবির শুটিংয়ে অংশ নিবেন দুজন। তবে ছবির নামটি পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক শাহীন সুমন।
পরিচালক শাহীন সুমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিব খানকে নিয়ে অনেক হিট ছবি বানিয়েছি। ‘লাভ ম্যারেজ’ ছিলো আমার পরিচালনায় শাকিব খান অভিনীত সর্বশেষ আলোচিত ছবি। নতুন ছবিটিও দর্শকরা পছন্দ করবেন বলে আমার আমার বিশ্বাস।”
আজকে আদালতের একটি দৃশ্যের শুটিং করা হবে উল্লেখ করে পরিচালক জানান, “ছবিটির নাম বদলে যেতে পারে।”
Comments